বঙ্গবন্ধুর জন্মদিবসে মেধাবী শিক্ষার্থীদের মাঝে কেন্দ্রীয় এাণ ও সমাজকল্যাণ উপকমিটির বৃত্তি ও বই প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির উদ্যোগে আজ সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তি প্রদান ও সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্যা নেশন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান (দুই খন্ড) বিতরণ করা হয়।
এ মাঙ্গলিক কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আক্তারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন । প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন আগামী দুই বছর বঙ্গবন্ধুর আর্দশকে সারাদেশের পাশাপাশি সারা বিশ্বে ছড়িয়ে দেবার সব কার্যক্রম গ্রহন করবে সরকার। এজন্য সকলে সহযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা বেশি বলে উল্লেখ করেন।
আগামী বছর গুলো বঙ্গবন্ধুর জন্মদিন আরো আড়ম্বর করে আয়োজনের মধ্যে দিয়ে তরুন প্রজন্ম থেকে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশ ধারণের আহবান জানান এবং মাধ্যমেই সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব। অনুষ্ঠান সঞ্চলায়ন ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব শ্রী সুজিত রায় নন্দী।
এছাড়াও উপ কমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, কামরুজ্জামান,হাসিবুল হাসান বিজনসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।