প্রধান মেনু

বঙ্গবন্ধুর ঘোষণায় মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল — নৌপরিবহন মন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনের ভিত্তিতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু দেশের মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধুর ঘোষণার ফলে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। তিনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেছিলেন। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ সব কথা বলেন।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, কার্যকরি সভাপতি এস এম খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল গফুর।মন্ত্রী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। প্রাথমিক পর্যায়ের শিক্ষকরা শিশুদের মানুষ হিসেবে গড়ে তোলে। শিশুদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।