প্রধান মেনু

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়ন করতে যুব কমান্ড, সন্তান ও বর্তমান প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও প্রজন্ম’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন। সংগঠনের সহসভাপতি গাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, আমির হোসেন মোল্লা, এম এ মাজেদ ও মাহবুব এলাহী, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের আহ্বায়ক আশিবুর রহমান খান এবং যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

শাজাহান খান বলেন, আদর্শহীন মেধা ও রাজনীতি দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। তিনি বলেন, ইতিপূর্বে সাধীনতা বিরোধীদের কারণে দেশের উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপের ফলে জিডিপি বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের দূরদর্শিতায় আগামীতে জিডিপি’র হার ৮ শতাংশে দাঁড়াবে। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সাল নাগাদ মধ্যমআয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।