প্রধান মেনু

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার ফলে বাংলাদেশ শান্তির দেশ হিসেবে পরিচিত — নৌ-পরিবহন প্রতিমন্ত্রী  

দিনাজপুর, ৩ চৈত্র (১৭ মার্চ) : নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার ফলে শান্তির দেশ হিসেবে পরিচিত হয়েছে। জঙ্গিবাদ দমনে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যে জাতি একদিন দুর্যোগ, খরা কবলিত দেশ হিসেবে পরিচিত ছিল সে জাতি এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা হয়েছে, পুরো বিশ্বে বাংলাদেশ এখন সম্মানিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুর প্রেসক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । দিনাজপুর প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে হত্যার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছিল এবং কবর পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল কিন্তু পারে নি।

বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমাকে হত্যা করতে পারবেন কিন্তু বাংলার স্বাধীনতাকে দাবিয়ে রাখতে পারবেন না’। বাংলার মানুষের ওপর তাঁর যেমন বিশ্বাস ছিল তেমনি ভালবেসেছিলেন বাংলার মানুষদের। এমন একজন মানুষকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন, সোনার বাংলা গঠন কখনই সম্ভব হয়নি।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন দিনাজপুরের সাধারণ সম্পাদক ডা. বিকে বোস।