প্রধান মেনু

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হয় — বিমান ও পর্যটন মন্ত্রী

লক্ষ্মীপুর, ১১ মাঘ (২৪ জানুয়ারি) : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত দেশ যখন পুনর্গঠনের মাধ্যমে বাধাবিপত্তি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছিল তখনই স্বাধীনতার পরাজিত শক্তি দেশিবিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫-এর ১৫ই আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। শুরু হয় হত্যা ষড়যন্ত্র আর ক্যু এর কলঙ্কজনক অধ্যায়। মন্ত্রী শাহজাহান কামাল আজ লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে দেয়া এক বিশাল গণসংবর্ধনা সভায় একথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চালুকরণ, লক্ষ্মীপুর-ফেনী সড়ক চারলেনে উন্নীতকরণ, ফেনী-লক্ষ্মীপুর রেললাইন স্থাপন, আলেকজান্ডার রিভারবিচে পর্যটন মোটেলসহ অবকাঠামো নির্মাণের পদক্ষেপ নেয়া হবে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।