বগুড়ায় স্কুল পালিয়ে বিয়ে করলেন শিক্ষক-শিক্ষিকা
মুনজুর কাজী(বগুড়া প্রতিনিধি): স্কুল থেকে পালিয়ে বিয়ে করেছেন বগুড়ার শেরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী দুই শিক্ষক-শিক্ষিকা। এলাকাবাসী জানান, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী-চকল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান জনি (৩০) এর সাথে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রোমানা খাতুন (২৫) এর দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। উভয়েরই বাড়ি চকধলী গ্রামে। কিন্তু উভয়ের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় গত সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে তারা স্কুল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় রাত ৮টার দিকে শিক্ষিকা রোমানার ভাই ইসমাইল হোসেন বাদশা শেরপুর থানায় অপহরণের একটি অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও পরিবেশিত হয়। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তারা দুই জনই শেরপুরে ফেরেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, তারা রংপুরে গিয়ে বিয়ে করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল কাইয়ুম জানান, এ ঘটনায় আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। বিভাগীয় সুনাম ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।
« পঞ্চগড়ে অবৈধ ঔষধ কারখানায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা (পূর্বের খবর)
(পরের খবর) গাংনীতে একুশে ফেব্রুয়ারী »