বগুড়ায় চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর, গরু লুট: আটক ২
মুনজুর কাজী (বগুড়া প্রতিনিধি): বগুড়ায় গরু লুট, দোকান ভাঙচুর, চাঁদাবাজির মামলায় বুধবার রাতে দুইজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কালাইহাট্টার রফিকুল ইসলামের ছেলে হান্নান, বাদেগাংনাইয়ের আ. জলিলের ছেলে সেলিম।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, দাড়িদহ বাজারের ব্যবসায়ী বেলাল হোসেনের দোকানে ঢুকে তিন লাখ টাকা চাঁদা দাবি করে হান্নান, সেলিমসহ কয়েকজন যুবক। টাকা দিতে না চাইলে দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এ ঘটনায় মামলা করেছেন বেলাল হোসেন। ওসি মিজানুর রহমান বলেন, গরু ছিনিয়ে নিয়ে জবাই করা, দোকান ভাঙচুর, মারপিট, চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
« রায়পুরে ইয়াবসহ মাদক ব্যবসায়ি মাসুদ আটক (পূর্বের খবর)
(পরের খবর) দুপচাঁচিয়া ‘সোভা’র উদ্যোগে সংসদ সদস্যকে সংবর্ধনা ও বিদ্যালয়ের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত »