বগুড়ার নন্দীগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
মুনজুর কাজী (বগুড়া প্রতিনিধি): বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় ৭মার্চ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে হাট-বাজারের ১৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম।
এসময় তার সাথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, উপজেলার রণবাঘা এলাকার কিছু প্রভাবশালী লোকজন হাট-বাজারের সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা ও দোকান ঘর ভাড়া আদায় করছিলেন। এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হলেও দখলকারীরা তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়নি।
এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম নেতৃত্বে অভিযানে একটি বুলডোজার দিয়ে রণবাঘা হাট-বাজারের ১৪৫ টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, রণবাঘা হাট-বাজারে অবৈধভাবে গড়ে উঠা ১৪৫ টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।