“ফেলানী নয় -ঝুলছে আমার বাংলাদেশ ”
আশিকুর রহমানঃ সীমান্তে সকল হত্যার প্রতিবাদে, জাতীয় গনতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত মানব প্রাচীর এ বক্তারা ফেলানী হত্যার বিচার দাবী করেন। বক্তারা বলেন,ফেলানীকে অন্যায় ভাবে হত্যা করেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ।
ফেলানী ছাড়াও সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশের নাগরিকদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত।তারা এই সরকারের কাছে দাবী করে যেনো এই গন হত্যার অবসান হয় এবং সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেত নেয়।
সকাল ১০.৩০ এ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানব প্রাচীরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।উক্ত মানব প্রাচীরে আরো উপস্থিত ছিলেন জাগপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মোঃ আনাস,প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহ-সভাপতি ইঞ্জিঃ রাশেদ প্রধান,সহ-সভাপতি ভিপি মজিবর,জাগপার সাধারন সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।আরো উপস্থিত ছিলেন যুব জাগপার ঢাকা মহানগর আহবায়ক নজরুল ইসলাম বাবলু।