প্রধান মেনু

ফেনসিডিলসহ আশুলিয়া থানা যুব মহিলা লীগ নেত্রী আটক!!

সাভার: আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার কাজলকে ফেনসিডিলসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তার বাসায় থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ নাজমুন নাহার কাজলকে আটক করে ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানান, আটক নাজমুন নাহার কাজল দীর্ঘদিন যাবৎ একাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তবে নিজেকে আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক পরিচয় দিয়ে সবসময় দাপিয়ে বেড়াতো স্থানীয়দের। তাছাড়াও বাংলাদেশ যুব মহিলা লীগের বিভিন্ন বর্মসূচীতে নিজেকে আশুলিয়া থানার সভাপতি পরিচয় দিয়েও তার সমর্থকদের নিয়ে যোগদান করতে দেখা গেছে তাকে। তার অত্যচারে অতিষ্ট হয়ে উঠেছিল এলাকার সাধারণ মানুষ। তবে নিজেকে যুব মহিলালীগ পরিচয় দেওয়ায় তিনি ছিলেন অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে।