ফরিদপুর সদরপুরে নবাগত ইউএনও দায়িত্ব গ্রহন

ফরিদপুরের সদরপুর উপজেলা নবাগত নির্বাহী অফিসার পূরবী গোলদার গত মঙ্গলবার দায়িত্বভার গ্রহন করেন। সাবেক উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান আনুষ্ঠানিক ভাবে থাকে দায়িত্ব হস্তান্তর করেন।
এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নবাগত নির্বাহী অফিসার ও বিদায়ী নির্বাহী অফিসারের পরিচিতি ও জীবনের ওপর এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন সুধীবৃন্দ।
নবাগত নির্বাহী অফিসার তার পরিচিতি কালে বলেন, সে সৎ ও দক্ষতার সাথে কাজ করেন ও সদপুরের উন্নয়নের জন্য সর্বাত্যক চেষ্টা চালিয়ে যাবেন। এ জন্য তিনি সদরপুর বাসির সার্বিক সহযোগীতা কামনা করেন।
মোঃ মোশাররফ হোসেন
সদরপুর, সংবাদদাতাঃ