ফরিদপুর সদরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

মামুুন-অর-রশিদ(সদরপুর প্রতিনিধি)ঃফরিদপুরের সদরপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্য করে নাম মোঃ রুবেল খাঁ(২২)। সে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর কাচারি ডাঙ্গী গ্রামের সুলতান খাঁ এর মেঝ পুত্র। জানাগেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে প্রতিবেশীরা।
সোমবার রাতে রুবেল ছাড়া ওই বাড়িতে পরিবারের অন্যকোনো সদস্য ছিলো না। সকালে তাকে মুঠোফোনে না পেয়ে প্রতিবেশীকে ফোন দেয় তার বাবা মা। পরে তারা বাড়িতে খোজ নেয়। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় জানালা ভেঙ্গে দেখতে পায় সে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনায় দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে প্রতিবেশী। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়। তার চাচাতো ভাই মুন্নু খান জানান, আমি প্রথমে তাকে ডাকা ডাকি করি। কোনো উত্তর না পেয়ে জানালার গ্রীল ভেঙ্গে এ অবস্থা দেখতে পাই। আত্মহত্যা
প্রসঙ্গে তিনি এখনো কোনো কারন সর্ম্পকে জানতে পারেননি। আরও জানাগেছে, রুবেল একাই বাড়িতে ছিল। তার বাবা মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাযাতপুর ইউনিয়ন পরিষদের সচিব। রুবেলের স্ত্রী এক মাস আগে তার বাড়িতে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা তাদের আত্বীয়র বাসায় রয়েছেন। এ ঘটনায় সদরপুর থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত সুব্রত গোলদার বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্নহত্য প্রসঙ্গে কোনো বিষয় জানা যায়নি।