ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত
ফকির আল মামুন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সদরপুর ষ্টেডিয়াম মাঠে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীর জাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী। তিনি তার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ও প্রধান মন্ত্রী খালেদা জিয়াসহ, জামায়াত ইসলামীর বিগত দিনের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করেন। অনুষ্ঠানে আ: রাজ্জাক বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ছাত্র ফ্রন্টের সভাপতি খাজা সায়েম আমীর ফয়সাল মোজাদ্দেদী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন খান (মিয়া মামা), বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম
মাসুম বিল্লাহ, মাওলানা আলাউদ্দিন জেহাদী, মুফতি মো: শফিকুল ইসলাম সাইফি, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: মশিউর রহমান জাদু মিয়া, সদরপুর উপজেলা জাকের মার্টির সাধারন সম্পাদক মো: ইয়াকুব আলী মোল্যা, সদরপুর ইউ.পি সদস্য মো: আমিনুল ইসলাম নিশান প্রমূখ। উক্ত জলসায় ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার জাকেরান, আশেকান, বক্তবৃন্দ ও জাকের পার্টির নেতাকর্মী যোগদান করেন। ছবি সংযুক্তঃ সদরপুর ষ্টেডিয়াম মাঠে আজিমুশ্বান ইসলামী জলসায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়্যারম্যান পীর জাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী।