প্রধান মেনু

ফরিদপুরে স্বাধীনতা নার্সেস পরিষদের ৩য় তম প্রতিষ্ঠান বার্ষিকী পালন

মো ঃ মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি : সবাই ধর্ম,সেবাই আদর্শ,সেবাই শক্তি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বনাপ) ৩য় প্রতিষ্ঠান বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ফরিদপুর মেডিকেল হাসপাতালের কনফারেন্স রুমে সেবা তত্ববায়ক সন্ধ্যা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডঃএম,এ জলিল বলেন, স্বাধীনতা নার্সেস পরিষদ((স্বনাপ)) সংগঠনটি হাটি হাটি পা পা করে অনেক দুর পর্যন্ত এগিয়ে চলছে ।

সংগঠনটি একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন। কোন রাজনৈতিক পক্ষান্তর করে এর সুনাম যেন নষ্ট না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, আপনারা সবাই আমাদের সাথে সংগঠনটি এগিয়ে নিয়ে যাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক যে নীতিমালা দিয়েছেন সেই আদেশ নির্দেশ মোতাবেক কাজ করে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মেডিকেল কলেজেন পরিচালক অধ্যপক ডাঃ কামাদা প্রসাদ সাহা বলেন, পৃথিবীতে যতসব ভালো কাজ রয়েছে তার মধ্যে উল্ল্যেখযোগ্য একটি কাজ মানুষের সেবা করা ,যা একটি মহান আদর্শের কাজ।

সেই জায়গায় থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যে সেবা মূলক কাজটি করছেন সেটা সুনামের সাথে করবেন,কোন ব্যাক্তি যেন আপনাদের দ্বারা কষ্ট না পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডাঃ আফজাল হোসেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বনাপ) আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বনাপ) কেন্দ্রীয় অর্থসম্পাদক সঞ্জিব মল্লিক,যুগ্ম সম্পাদক আফসানা আকতার শান্তাসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বনাপ)এর সকল সদস্যরা।