ফরিদপুরে র্যাবের অভিযানে গাজার বাগান সহ বাগান মালিক আটক
মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর এলাকা থেকে নিষিদ্ধ গাজা গাছের বাগান উদ্ধার করেছে ফরিদপুর র্যাব ৮ এর একটি দল। এসময় মাদক ব্যাবসায়ী বাগান মালিককে আটক করা হয়। রবিবার সকালে জেলার ভাষানচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর র্যাবের কম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাষানচর এলাকা থেকে রবিবার অভিযান চালিয়ে শতাধিক গাজা গাছসহ একটি বাগান উদ্ধার করা হয়। এসময় বাগানের মালিক জিলান সরর্দারকেও আটক করা হয়।
আটককৃত জিলান সরর্দার অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে এই গাজার বাগান করে আসছিল। বাগান থেকে আটককৃত গাজার আনুমানিক বাজার মুল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। পরে আটককৃত গাজা গাছসহ মাদকব্যাবসায়ীকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।