ফরিদপুরে ব্যাক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানে অনুদান বিতরণ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার -এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও সামজিক- সাংস্কৃতিক সংগঠনের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের কবি জসিম উদ্ধসঢ়;দীন হলে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীণ সরকার মানুষের সামাজিক অধিকার নিশ্চিত করতে খুব লরছে। এই সরকারের সময়ে কেউ না খেয়ে মরবেনা। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামিলীগ সরকারকে পুনরায় জয়যুক্ত করার আহবান জানান। তিনি ফরিদপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীতে ক্ষমতায় আসলে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রত্যয় ব্যাক্ত করেন।
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের আয়োজনে ১৭৪ জন শিক্ষার্থী, ৭২টি ধর্মীয় প্রতিষ্ঠান, চারটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের মধ্যে ঢেউটিন প্রদান করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো:লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর,ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জামাল পাশা।