প্রধান মেনু

ফরিদপুরে প্রতিবন্ধি কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধি ব্যাক্তির ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ফরিদপুরে কম্পিউটার বিষয়ে বিনামুল্যে প্রশিক্ষণ নেয়া ২০ প্রতিবন্ধির মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের কমলাপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে প্রকল্পের উপ পরিচালক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এ.এস.এম আলী আহসান প্রশিক্ষনার্থীদের হাতে এ সনদ তুলে দেন।