ফরিদপুরে পেশাদার মাদক ব্যাবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর: ফরিদপুর সদর মুন্সিবাজার ২৭নং খেয়াঘাট থেকে পেশাদার মাদক ব্যাবসায়ী কে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশ।
গত ২২/০৮/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে মুন্সিবাজার খেয়াঘাট কালিমন্দের সামনে থেকে কাফুরা গ্রামের শেখ হাকিমের মেঝ পুত্র শেখ সোহেল (২২)কে ২০ পিচ ইয়াবা টেবলেট নগত টাকা সহ আটক করা হয়।
এলাকার সুত্রে জানা যায়, এরা তিন বাপ ছেলে মিলেমিশে এই মাদক ব্যাবসায়ীর সাথে জড়িত, এরা এই গ্রাম সহ আশেপাশের গ্রামগুলো উঠান্ত বয়সের ছেলেদের নিয়ে এই ব্যাবসা পরিচালনা করে চলছে। এরা আগে মাদক কি জিনিস এই গ্রামের সহজ সরল মানুষ গুলো চিনতো না। এদের কারনে বিভিন্ন জায়গা থেকে সন্ধার পর অপরিচিত ছেলেরা মোটর সাইকেল নিয়ে এসে মাদক ব্যাবসা করে। ওদের ভয়তে এলাকার মানুষ গুলো প্রতিবাদ করতে সাহস পাই না। এই গ্রামের থেকে শুরু করে বাইরের অনেক বড় বড় লোকের সাহসে এই ব্যাবসা বুক ফুলিয়ে করে চলছে।
গ্রামবাসী আরো বলেন, যে ভাবে গ্রাম গুলোতে চুরি, ছিনতাই নারী নির্যাতন বেড়ে চলছে, তার জন্য আমাদের ঘরে রাত জেগে কাটাতে হয়। আমাদের মা-বোনরা ও নিরাপদ না, আর এর প্রধান কারন হচ্ছে এই নেশা।
মাদক ব্যাবসায়ীর প্রধান শেখ হাকিমের পরিবারে জন্য এই গ্রাম থেকে শুরু করে অন্য গ্রামের অনেক পরিবার বিপদের মুখে পরতে হয়েছে, তার কারন ওর ভাই শেখ শহীদ ছিল অত্র এলাকার কুখ্যাত সন্ত্রাসী, যাকে নির্মম ভাবে হত্যা করা হয়, হাকিম শুধু মাদক ব্যাবসায়ীর সাথে জড়িত না আরো অনেক অপকর্মের সাথে জড়িত। শুধু তাই নয় নিজের অপরাধ ঢাকতে টাইলস মিস্তিরি কাজ করে থাকে।
এই হাকিমের ছেলে সোহেল এর আগে তিনবার মাদক সহ আটক হয়েছে, আর বাপ যে কৌশলে ছেলে কে ছারিয়ে নিয়ে এসেছে।
এলাকাবাসী দাবি এই হাকিম ও তিন ছেলে সোহেল, সুজাত, তুহিন, জন্য আজ এই গ্রামটা মাদকের আস্তানা, তাই এদের আইনের আওতায় এনে এমন শাস্তি দেয়া হক যেন এমন আর কোন পরিবারের ছেলে মাদক ব্যাবসা করতে সাহস না পায়।
« বঙ্গবন্ধুর কৃষি দর্শন ধারণ করতে হবে —কৃষিমন্ত্রী (পূর্বের খবর)