প্রধান মেনু

ফরিদপুরে নিরাপদ সড়ক চাই’র মানববন্ধন

মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায়  বাস চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরাম আহেমদ চৌধুরী (২০) গত ১৯ মার্চ মঙ্গলবার জেব্রাক্রসিং ধরে রাস্তা পার হওয়া সময় রাজধানী প্রগতি সরণির নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের দুই বাসের মধো চাপা পড়ে নিহত হয়।
এই ঘটনায় বিচারও নিরাপদ সড়কের দাবিতে বৃহঃপ্রতিবার সকাল ১০টায়  ফরিদপুর প্রেসক্লাবে সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন  করেন।
এই মর্মান্তিক অকাল মৃত্যু এবং দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে শান্তিপূর্ণ মানববন্ধন করছে ঢাকা, ফরিদপুরে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ, ইয়াসিন কলেজ,পলিটিক্যাল কলেজ,ঢাকা ইডেন কলেজ,প্রাইম কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। এইসময় ঢাকা ইডেন কলেজের ছাত্রী সৈয়দা সুমাইয়া বলেন, নিরাপদ সড়ক চাই মু‌খে বল‌লেই হ‌বে না । আইনের স‌ঠিক প্রয়ো‌গের মাধ্য‌মে সকল মানুষ‌কে এর বাস্তবায়ন কর‌তে হ‌বে। প্র‌তি‌টি গা‌ড়ি‌ সড়‌কে নামা‌লে বৈধ কাগজপত্র রাখ‌তে হ‌বে। পাশাপা‌শি সাধারণ মানুষ‌সহ সকল‌কে আত্মস‌চেতন হ‌তে হ‌বে।
ঢাকা প্রাইমএশিয়া কলেজের ছাত্র সৈয়দ রিফাত বলেন, বিগত দিনেও এমন অনেক সড়ক দূর্ঘটনা ঘটেছে, আইন প্রশাসন কে এই ব্যাপারে আরো কঠর ভূমিকার হস্তক্ষেপ কামনা করছি।এই সময় শিক্ষার্থীদের “শ্লোগান ছিল কয়লার রাস্তা না রক্তের রাস্তা, আর কত প্রান নিবি।