প্রধান মেনু

ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ‌ ৪১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুমন মুন্সীঃ ফরিদপুরের ডিবি পুলিশের অভিযানে ‌ ৪১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুরে পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (ভাংগা জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজ রবিবার বেলা ,১২:০৫মিনিটে কোতয়ালী থানাধীন ঝিলটুলির পৌরসভা পানির ট্যাংকির গেটের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ সালাউদ্দিন খান (২২) পিতা- মোঃ মহসিন খান, সাং- সোনাখোলা, থানা- ভাংগা,  জেলা- ফরিদপুর, এ/পি সাং- দক্ষিন ঝিলটুলি শতনীড় বিল্ডিং ফ্লাট নং বি-২, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে ৪১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।