ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত
ফরিদপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘যুবদের জাগরন, বাংলাদেশের উন্নয়ন’ এ শ্লোগানে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন গূরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে কবি জসিম উদ্ধসঢ়;দীন হলে গিয়ে শেষ হয়।
র্যালীতে এসময় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সহ সরকারি বেসরকারি দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন। র্যালী শেষে কবি জসিম উদ্ধসঢ়;দীন হলে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম মঈনুল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড সুবল চন্দ্র সাহা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বাংলা ভাষা-স্বাধীনতা থেকে সকল কিছু অর্জন এই যুব সমাজের হাতেই।
যুব সমাজ শিক্ষিত হলে, প্রতিষ্ঠিত হলে, দক্ষ হলে বাংলাদেশর উন্নয়ন কেই দমিয়ে রাখতে পারবে না। আজ এই যুব সমাজ মাদক সেবন, জঙ্গিবাদের মত নানা অপরাধে জড়িয়ে পরছে। তাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজথেকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা প্রদান করতে হবে।