প্রধান মেনু

ফরিদপুরের ভাংগায় বাস চাপায় ৫ জন নিহত

মুন্সি সুমন : ঢাকা-মাওয়া-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার পূর্ব হাসামদিয়া নামকস্থানে ঢাকাগামী একটি বাসের চাপায় অটোর দুই নারীসহ পাচঁজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ভাঙ্গা উপজেলার পাঁচকুল গ্রামের আবুল শেখ (৩৫) ও ভাঙ্গা পৌরসভার চৌধুরী কান্দা গ্রামের খাদিজা বেগম (৩৩)। নিহত অপর এক নারী ও দুইজন পুরুষের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, বুধবার সকাল সাতটার দিকে খুলনা থেকে গাজীপুরগামী ইমাদ পরিবহনের একটি বাসের সাথে মালিগ্রাম থেকে আসা একটি অটোবাইকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় স্থানীয়রা বাকি আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষনা করেন। তিনি জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি।