প্রধান মেনু

প্রয়াত টেলিসামাদের জানাজায় তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে প্রয়াত জনপ্রিয় অভিনেতা টেলিসামাদের জানাজায় অংশ নেন ও প্রয়াতের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও এফডিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘টেলিসামাদ ছিলেন একজন কালজয়ী অভিনেতা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চলচ্চিত্রের কথা ভেবেছেন, আত্মনিবেদন করে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁকে মরণোত্তর সম্মাননা জানানোর বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।’