প্রধান মেনু

প্রোটিয়া টেস্ট দলে ফিরলেন ডি ভিলিয়ার্স-স্টেইন

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো চার দিনের টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে দীর্ঘদিন পর ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। পোর্ট এলিজাবেথে দিবা-রাত্রির বক্সিং ডে’র এই ম্যাচে আরও ফিরেছেন ভারনন ফিল্যান্ডার। প্রোটিয়া দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে টেস্ট খেলেছিলেন। আর ইনজুরির কারণে গত বছর পার্থের অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর মাঠে নামা হয়নি ফাস্ট বোলার স্টেইনের।

তাদের সঙ্গে দলের অভিজ্ঞ পেসার মরনে মরকেলও দলে ফিরেছেন। তবে শঙ্কা থাকার পরও নেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। আগামী ২৬ ডিসেম্বর একমাত্র টেস্টে মুখোমুখি হবে দ.আফ্রিকা ও জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশভ মাহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, অ্যান্ডিল ফেলুকভাও, ভারন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, ডেল স্টেইন।