প্রধান মেনু

প্রেসক্লাব,চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রেসক্লাব,চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবে কেক কাটার পর একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি গোলাম মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক,গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন,চিলমারী মডেল থানার ওসি(তদন্ত) মোঃ রাজু সরকার,জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু,থানাহাট বাজার আদর্শ বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাহফুজার রহমান মঞ্জু, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব নজির হোসেন, চিলমারী প্রেসক্লাবের আহ্বায়ক নাজমুল হুদা পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।