প্রধান মেনু

প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ- রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মোঃ সোহেল রানাঃ মানিকগঞ্জ থেকেঃ  ঘন কুয়াশার কারনে প্রায়  ৭ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া -দৌলতদিয়া নৌ-রুটে। গতকাল সোমবার ভোর সাড়ে ৩ টা হতে সকাল ১০ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে এই নৌ- রুটে।
বি আই ডব্লিউ টিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্যিক বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাত ৩ টার দিক থেকে ঘাট এলাকায় বাতাসের সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মাকিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌ পথে ফেরি চলাচলে দুর্ঘটনার আশংকা থাকে। আর দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান তিনি।
এদিকে রাজবাড়ি জেলার  দৌলতদিয়া ঘাটের বি আই ডব্লিউ টিসি ঘাট কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার ফলে পারের অপেক্ষায় আছে কয়েক শতাধিক যানবাহন। তবে তারা এই যানবাহন গুলো দ্রুত পাড়াপাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান, দৌলতদিয়া ঘাটের বি আই ডব্লিউ টিসি কতৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পারেই প্রায় ১ কিঃমিঃ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এই যানজটের ফলে চরম ভোগান্তি পোহাতে হয় নারী শিশুসহ রোগীবাহি এম্বুলেন্সের রোগীদের।