প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতির হার বাড়াতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে — সমবায় প্রতিমন্ত্রী
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, উপস্থিতির হার বাড়ানো, ঝরে পড়া কমানো এবং শিক্ষা সমাপন হার বৃদ্ধি করতে শিক্ষা সহায়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আজ রংপুরের গংগাচড়া উপজেলার বকশিগঞ্জে হাজী নেছার উদ্দিন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও মানোন্নয়নে ভৌত অবকাঠামো উন্নয়নসহ এ ক্ষেত্রে আধুনিক সুযোগ- সুবিধা প্রদানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়েছে। বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নসহ গৃহীত কর্মসূচি বাস্তবায়নের ফলে প্রাথমিক শিক্ষায় অর্জিত সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এর আগে প্রতিমন্ত্রী বড়বিল ইউনিয়নের মন্থনা জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন ও বড়াই বাড়িসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।