প্রধান মেনু

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মোঃ নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের বার্ষিক বরাদ্দ বৃদ্ধিকরণ, স্কাউট, স্টুডেন্ট কাউন্সিল সচল রাখার, পিয়ানো বাজানো শিক্ষাক্রম চালু রাখা, সিøপার, দোলনা রক্ষণাবেক্ষণ এবং ওয়াশ ব্লক নির্মাণ কার্যক্রম এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে। কমিটি জানুয়ারি ২০১৮ মাসে বই বিতরণ উৎসব সপ্তাহে পিএসসি ও জেএসসি পরীক্ষা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক ও প্রচারণা সুপারিশ করে। এছাড়া সাওতালসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ এবং বিতরণের কাজ জানুয়ারি ২০১৮ মাসের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করে।

কমিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কর্মকমিশন (বিপিএসসি) গঠনের কার্যক্রম বেগবান করার সুপারিশ করে। এছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদানের বিষয়ে নীতিমালা সংশোধনের সুপারিশ করে। কমিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের কারিগরী বিষয়ে আরো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে।

এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত ল্যাপটপগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে মহাপরিচালক, শিক্ষা অধিদপ্তরের আইটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের আইটি বিভাগ কর্তৃক প্রতিবেদন আগামী কমিটি বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।