প্রধান মেনু

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর নেত্রকোণা সফর সংযোগ সড়ক ও বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আজ নেত্রকোণা জেলার সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সংযোগ সড়ক ও একটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিমন্ত্রী ২ কোটি টাকা ব্যয়ে সোয়া তিন কিলোমিটার দীর্ঘ মদন রোডস এন্ড হাইওয়ে অর্থাৎ নেত্রকোণা-কেন্দুয়া সংযোগ সড়ক এবং প্রায় তিন কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীগঞ্জ হাইস্কুলের চতুর্থ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। উল্লেখ্য, সংযোগ সড়কটি নির্মাণে এক বছর সময় লাগবে এবং এতে প্রায় ৩০ হাজার লোক উপকৃত হবে। প্রতিমন্ত্রী লক্ষ্মীগঞ্জ হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি চতুর্থ তলা এ ভবনটি নির্মাণের পাশাপাশি বিদ্যালয়টিতে একটি আধুনিক ল্যাব স্থাপনের ঘোষণা দেন।