প্রধান মেনু

প্রবাসী কল্যাণ ভবনে ভুয়া ভিসা-সহ আটক ২ জন

প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভ্রাম্যমান আদালত কর্তৃক তিনজন বিদেশগমনেচ্ছু ব্যক্তির পাসপোর্টের ফটোকপির ঠিকানা টেম্পারিং করে রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট করানোর সময় সৌদি আরবের ভুয়া ভিসা-সহ দালাল আনোয়ার হোসেন এবং তার সহযোগী সাইফুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্ততার করা হয়েছে। আজ প্রবাসী কল্যাণ ভবনের র‌্যাব-৩ এবং আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ভুক্তভোগী তিনজন বিদেশগমনেচ্ছু ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে জানা যায়, দালাল আনোয়ার হোসেন ও তার সহযোগী সাইফুল ইসলাম (প্রবাসী কল্যাণ ভবনের ক্লিনার) তাদের মূল পাসপোর্ট নিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট করানোর সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তাদের সকল কাগজপত্র জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত আনোয়ার হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদ- এবং সাইফুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদ-ে দ- ত করেন। অভিযুক্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।