প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দিন এবং মাহফুজুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বৈঠকে যোগদান করেন।
বৈঠকে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল, ২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় । ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল, ২০১৮ কমিটি পরীক্ষানিরীক্ষা করে এবং কিছু কিছু জায়গায় সংশোধন সাপেক্ষে মহান জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।