প্রধান মেনু

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ, ইন্সট্রাক্টরবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পূর্বে রৌনক জাহান গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। তিনি শ্রেণিকক্ষসহ বিভিন্ন প্রশিক্ষণকার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশিক্ষণের মান সমুন্নত রেখে মানবসম্পদ উন্নয়নের বিষয়ে তিনি পরামর্শ দেন।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত সচিব গত ৬-৭ অক্টোবর ঢাকা থেকে গোপালগঞ্জ সফরকালে মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্র এবং ফরিদপুর ইন্সটিটিউট অভ্ধসঢ়; মেরিন টেকনোলজি পরিদর্শন করেন। তিনি গত ৬ অক্টোবর বিকাল ৫টায় গোপালগঞ্জ জেলার উন্নয়ন মেলা পরিদর্শন করেন।