প্রধানমন্ত্রীর ডাকে সারা দিলেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক -সামিয়া আক্তারঃ বুকে ব্যথা অনুভব করায় সকাল সাড়ে সাতটার দিকে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। হাসপাতালে ওবায়দুল কাদেরের শয্যাপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কাদের কাদের’ বলে ডাকতেই নড়ে উঠলো চোখের পাতা। লাইফ সাপোর্টে থাকা কোনো মানুষের জন্য এটা আশার আলো। তাই উপস্থিত সবাই হতবাক হয়ে গেলেন।
এরপর প্রধানমন্ত্রী আরো বার দুয়েক ডাকলেও, আর কোনো সাড়া মেলেনি। এখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রাখা হয়।
« বাউল গানের মূলমন্ত্র অসাম্প্রদায়কি চেতনা — তথ্যমন্ত্রী (পূর্বের খবর)