প্রতিযোগিতামূলক সুষ্ঠু নির্বাচন হবে গাজীপুরে : এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোট, ভালো নির্বাচনের উদাহরণ সৃষ্টি হবে। এ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়ায় রবিবার রাতে হেয়ার রোডে মন্ত্রীর বাসভবনে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নেতাকর্মীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখন পর্যন্ত গাজীপুরে কোন ধরনের গোলমালের খবর নেই। দুই পক্ষই খুবই উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে তো সরকারের করার কিছুই নেই। নির্বাচন কমিশন যদি কখনও মনে করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এবং নরমাল (পুলিশ, র্যাব, বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনী সেটা সামলাতে পারবে না, তখন কমিশন বললেই সরকার সেনাবাহিনী মোতায়েন করবে।
তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের মত পরিস্থিতি নেই। পরিস্থিতি থাকলে নির্বাচন কমিশন আমাদের কাছে ডিমান্ড করত।
« কালিয়াকৈরে বংশী নদীতে নিখোঁজের চার দিনেও উদ্ধার হয়নি নয়ন (পূর্বের খবর)
(পরের খবর) মিরপুরে অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার »