প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে ফেলে নয়, তাদের সাথে নিয়েই উন্নয়নের পথে,“ফখরুল আলম সমর”
এন,ডি,এন ডেক্স: গত বুধবার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বপ্ন-প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব ইউনিয়ান (স্বাস্থ্য,শিক্ষা,সরকারী ও বেসরকারী সুযোগ সুবিধা) র্শীষক আলোচনা সভায় ।
তেঁতুলঝোড়া ইউ,পির প্রানপ্রিয়ো সফল চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের সম্ভাব প্রার্থী’ “ফখরুল আলম সমর” বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে ফেলে নয়, তাদের সাথে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সমাজের স্বপ্ন-প্রতিবন্ধী ব্যাক্তিদের সাবলম্বী করে গড়ে তোলার লক্ষে তাদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি, সেলাই মেশিন বিতরন করেন। সেই সাথে তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষনেরও ব্যাবস্থা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আর পির কর্মকর্তা ও ইউপি সদস্য বৃন্দ শিক্ষকগনসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ।