প্রতিবন্ধীদের কল্যাণে গত অর্থবছরে ১০ কোটি টাকার বেশি অনুদান ও ঋণ প্রদান — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়নে গত অর্থবছরে ১০ কোটি টাকার বেশি অনুদান ও ঋণ প্রদান করেছে। এ কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট এবং শিক্ষা ও আয়বর্ধক উপকরণ প্রদান করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ রংপুরে মাহিগঞ্জে প্রেজ অটিজম স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে ৪টি, গাইবান্ধায় ১টি ও ৬টি বিভাগীয় শহরে ৬টি অটিজম স্কুলের মাধ্যমে প্রায় ১৫০জন অটিজম ও স্মায়বিক সমস্যাগ্রস্ত শিশু থেরাপি সেবা ও প্রাক-প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পাচ্ছেন।
ভ্রাম্যমাণ ওয়ানস্টপ থেরাপি সার্ভিসের আওতায় প্রত্যন্ত অঞ্চলের অটিজমসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ৩২টি থেরাপি ভ্যানের মাধ্যমে বিনামূল্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, হিয়ারিং টেস্ট, ভিজুয়্যাল টেস্ট, কাউন্সেলিং প্রশিক্ষণ এবং সহায়ক উপকরণ সেবা দেয়া হচ্ছে। তিনি স্কুলটির সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী রংপুর পর্যটন মোটেলে উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর নেটওয়ার্কিং ফর ননইনক্লুশন এন্ড এমপাওয়ারমেন্ট প্রকল্প কার্যক্রম অবহিতকরণ, গংগাচড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ন্যাশনাল সার্ভিসের চেক প্রদান ও ধামুর বোল্লারপাড় দারুল আনাম কবরস্থানের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।