প্রধান মেনু

প্রতিটি ধর্ম- বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্মীয় আচার- অনুষ্ঠান পালন করে আসছে—-আবুল হাসানাত আবদুল্লাহ্

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) : পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে প্রতিটি ধর্ম- বর্ণের মানুষ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার- অনুষ্ঠান পালন করে আসছে। গত বছর সারা দেশে দুর্গাপূজায় ৩২ হাজারের বেশি পূজা মন্ডপে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। এ বছরও উৎসবটি ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপনে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বিগত ২০২২-২৩ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও দুঃস্থদের পুনর্বাসনে ৩৬ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। তিনি বলেন, প্রতি বছর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বরিশাল জেলার বিভিন্ন মন্দির ও  অন্যান্য প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগৈলঝাড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের অব্যাহত সর্মথন কামনা করেন। তিনি দুর্গোৎসব শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপনে সহায়তা করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন।

এ সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।