প্রধান মেনু

প্রতিটি গ্রামে কুটির শিল্প গড়ে তোলা হবে -ভূমিমন্ত্রী

আটঘরিয়া, পাবনা, ২৯ আশ্বিন (১৪ অক্টোবর) : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশে বিদ্যুতের ঘাটতি নেই। সরকার এবার প্রতিটি গ্রামে কুটির শিল্প গড়ে তুলবে। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন ভূমিমন্ত্রী। আজ পাবনার আটঘরিয়া উপজেলার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়নমূলক কাজের বিবৃতি দিতে গিয়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে চাঁদভা ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, মাঝপাড়া ইউপি চেয়ারম্যান এম এ গফুর এবং পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে যেন হয় সকলকেই সেদিকটি বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অগ্রগতির যে কর্মযজ্ঞ চলছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মন্ত্রী সকলের সহযোগিতা চান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সাথে, দায়িত্বশীলতার সঙ্গে তাঁর নিরঙ্কুশ বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দিয়ে এদেশের মাটি ও মানুষকে ভালোবাসা দিয়ে একজন বিশ্বনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁর নিরলস প্রচেষ্টা ও প্রজ্ঞার মাধ্যমে বাঙালি জাতিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠা করেছেন। কৃষক-শ্রমিক, তাঁতি, মজুর, গৃহহীন, স্বল্প আয়ের মানুষের সার্বিক উন্নতি হয়েছে।

মন্ত্রী বলেন, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার প্রতিটি পাড়ায়, ওয়ার্ডে, গ্রাম ও ইউনিয়নের রাস্তাঘাট পাকা করা হয়েছে। মানুষ স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন যানবাহনের মাধ্যমে অল্প সময়ে অনায়াসে যাতায়াত করতে পারছে। এর আগে মন্ত্রী সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।