প্রতারনার দায়ে কলেজ শিক্ষিকার ৭ বছর জেল
প্রতারণার দায়ে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর যুগ্ম-মহানগর জজ প্রতারণার দায়ে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুফিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটার বিশ্বজিত রায় জানান, শিরিন সুফিয়া খাতুনের বিরুদ্ধে তার ভাই ওবাইদুল মুক্তাদির চেক জালিয়াতির অভিযোগে ৪২০ ও ৪০৬ ধারায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর মধ্যে ৪২০ ধারায় আসামি কলেজ শিক্ষক শিরিন সুফিয়াকে চার বছর এবং ৪০৬ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
(হোসেন মোঃ আশরাফুজ্জামান সাব্বির- রাজশাহী)