প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪১ জেলেকে জেল, ১২মন ইলিশ উদ্ধার ও ৮লাখ মিটার জাল ভষ্মিভুত
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষন অভিযানে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সদরপুর উপজেলার চর নাছিরপুর, নারিকেল বাড়িয়া, আকোটেরচর, ঢেউখালী ইউনিয়নসহ পদ্মা নদীতে অভিযানের সময় মাছ ধরা জেলেদের বিভিন্ন ট্রলার থেকে ১২মন ইলিশ, ৮লক্ষ মিটার মাছ ধরা নিষিদ্ধ জাল ও ৪১ জেলেকে আটক করে। পরে সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকারী আদেশ অমান্য করায় আটককৃত জেলেদের দন্ডবিধি বিনাশ্রমে ৪০ জেলেকে ১৫ দিন করে ও ১জনকে ১০দিনের সাজা প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগীতা করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না ও সদরপুর থানা পুলিশের সদস্যরা। আটককৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত ৮লক্ষ মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন সরকারী আদেশে ০১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে সকল প্রকার ইলিশ মাছ আহরণ, ক্রয়-ক্রিয়, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিনিময় বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে। অপরদিকে পদ্মা নদীতে অবৈধ ভাবে মাটিকাটার অপরাধে শাহান (৪০) নামক এক ব্যক্তিকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটককৃতদের অধিকাংশের বাড়ি সদরপুর উপজেলার চরা লে।
(মোঃ মোশাররফ হোসেন, ফরিদপুর)