প্রধান মেনু

প্রকৃতির বৈরিতায় ৩ কিঃমিঃ এলাকাজুড়ে যানজট পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে, ভোগান্তিতে নারী শিশুসহ যাত্রীবাহী এম্বুলেন্স 

মোঃ সোহেল রানা ( মানিকগঞ্জ থেকে)ঃমানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রকৃতির বৈরিতায় ৩ কিঃমিঃ এলাকাজুড়ে যানযট, ভোগান্তিতে নারী শিশুসহ যাত্রীবাহী এম্বুলেন্স । গতকাল শুক্রবার ভোর পৌনে ৪ টা হতে সকাল ১০ টা পর্যন্ত  ঘন কুয়াশার ফলে ৬ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকে। এই ফেরী চলাচল বন্ধ থাকার ফলে কাশাদহ ব্রীজ এলাকা হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৩ কিঃমিঃ এর বেশী এলাকা জুড়ে যানযটের সৃষ্টি হয়। সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পাওয়া যায়, দীর্ঘ যানজট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে চারশতাধিক যাত্রীবাহী বাস, দুইশতাধিক পণ্যবাহী ট্রাক, অর্ধশতাধিক রোগীবাহী এম্বুলেন্স ও প্রাইভেটকার।দীর্ঘক্ষণ পাড়ের অপেক্ষায় থাকার ফলে অনেক যাত্রীবাহী বাসের নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়েন। ঢাকা থেকে কুমারখালিগামী যাত্রীসেবা পরিবহনের বাসের মর্জিনা বেগম নামে ২৫ উর্দ্ধ বয়সী এক নারী হটাত অজ্ঞান হয়ে সিটের উপরে লুটিয়ে পড়েজান। পরে তার সাথে থাকা স্বজনেরা ও গাড়ি ষ্টাফরা তার মাথায় পাণি ঢেলে তাকে কিছুটা সুস্থ করে তুলেন।
ওর নারীর সাথে থাকা তার বড় বোন হালিমা খাতুন জানান, আমরা প্রায় ৪ ঘন্টা ধরে ফেরী পারের অপেক্ষায় বসে আছি কিন্তু কখন ফেরীতে উঠতে পারবো তা জানা নেই আমাদের। দীর্ঘক্ষণ পারের অপেক্ষায় থাকার ফলে অনেকে ক্ষুধায় অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আরো জানান, এখানে নেই ভাল কোন খাবার হোটেল, নেই কোন শৌচাগার, নেই কোন স্বাস্থ্যসেবা কর্মীদের ক্যাম্প।  তিনি নারী ও শিশুদের এই সমস্যার বিষয় গুলো তুলে ধরে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি এই সমস্যাগুলো সমাধানের দ্রুত আহবান জানান।
এছাড়াও রাবেয়া পরিবহণের ড্রাইভার রাসেল, রাজবাড়ি পরিবহণের ড্রাইভার মিন্টু, গ্লোডেন লাইন পরিবহণের ড্রাইভার শহীদ ও সাকুরা পরিবহণের ড্রাইভার ফেলু মিয়া তারা সকলেই জানান, গেল বছর জুড়ে ছিলো যানজট। ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকার ফলে গাড়ীর চালকরা যেমন ক্লান্ত হয়ে পড়েন ঠিক তেমনি মানসিকভাবে অনেক চাপের মধ্যে থাকতে হয় একজন গাড়ী চালকে। যার দরুন রাস্তা ঘাটে মাঝে মধ্যেই ঘটে দূর্ঘটনা ঝড়েযায় অনেক প্রাণ। তাই তারা সরকারের কাছে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মানের কাজ শুরু করার অহবান জানান । তারা আরো বলেন একমাত্র দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলেই এই যানজট আর নারী পুরুষ শিশুসহ সকল পেশাজীবী মানুষের ভোগান্তির অবসান ঘটবে।
ফেরী বন্ধ থাকার ও যানজটের বিষয়ে আরিচা বি আই ডব্লিউ টিসির পাটুরিয়া ঘাটা শাখার এজিএম জিল্লুর রহমান জানান,  কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মাকিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। আর এই আলো অস্পষ্ট হয়ে গেলে নৌ- রুটে ফেরী চলাচলে দূর্ঘটনার ঝুঁকি থাকে। আর এই ঝুঁকি এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তিনি আরো জানান, শুক্রবার ছুটির দিন থাকাতে ও বিশ্ব ইজতেমা শুধু হওয়াতে গাড়ীর চাপ এই রুটে অনেক বেশী তাই যানজটের সৃষ্টি হয়েছে। তবে বি আই ডব্লিউ টিসি কতৃপক্ষ ফেরি চলাচলের গতি বাড়িয়ে দিতে দ্রুত যানবাহন পারাপার করে যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে