প্রকল্প বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে — মেহের আফরোজ চুমকি
কক্সবাজার, ৭ মাঘ (২০ জানুয়ারি) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রকল্পের কাজ যথাযথ এবং স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে। তাহলে সুবিধাভোগী নির্বাচনে স্থানীয় প্রতিনিধিরা সহায়তা করতে পারবেন। প্রকল্প সুবিধা কোন ধরনের মহিলারা প্রাপ্য সেইটা স্থানীয় প্রতিনিধিরা ভাল বুঝবেন এবং প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে কিনা তা স্থানীয় প্রতিনিধিরা মূল্যায়ন করতে পারবেন।
প্রতিমন্ত্রী আজ কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কক্সবাজার জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বেগম, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, তথ্য আপা প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব মীনা পারভীন, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের পরিচালক সরকারের যুগ্মসচিব নুরুন্নাহার হেনা, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন এবং জেলাভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক জি এম নজমুল হোসেন খান প্রমুখ।