পৌরবাসীর সেবা নিশ্চিত করতে পৌরসভাকে সচেষ্ট হতে হবে —কৃষিমন্ত্রী
বর্তমান সরকার সকল পৌরসভায় সমানভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। জনগণের সেবা প্রদানের স্থানীয় সরকারের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে পৌরসভা। পৌরবাসীর সেবা নিশ্চিত করতে পৌরসভাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। পৌরসভা হতে হবে শতভাগ জনবান্ধব প্রতিষ্ঠান। পৌরবাসীরও দায়িত্ব পৌরসভাকে সর্বাত্মক সহযোগিতা করা।
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক শেরপুর জেলার শহীদ দারোগা আলী পৌর পার্কে শেরপুর পৌরসভার সার্ধশত বার্ষিকী (১৫০ বছর পূর্তি) উপলক্ষে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে এসব কথা বলেন। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, শেরপুর চেম্বার অভ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।