প্রধান মেনু

পেটব্যথা সইতে না পেরে এক নারী আত্মহত্যা

 মাদারিপুরের কালকিনিতে পেটব্যথা সইতে না পেরে আয়শা বেগম (২৬) নামে এক নারী আত্মহত্যা করেছেন।রোববার সকালে উপজেলার আলীনগর এলাকার কালীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।নিহত আয়শা একই এলাকার এরশেদ সরকারের স্বামী পরিত্যক্ত মেয়ে।এলাকাবাসী জানান, স্বামীর সঙ্গে তালাকের পর থেকে বাবার বাড়িতে বসবাস করে আসছেন আয়শা। আয়শার পেটব্যথায় দীর্ঘদিন থেকে ভুগছিলেন। কিন্তু হঠাৎ করে তার এ পেটের ব্যথা বেড়ে যায়।

এ ব্যথা সইতে না পেরে তিনি রোববার ভোরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।এ ব্যাপারে এসআই ওয়াহিদুজ্জামান বলেন, নিহত আয়শা বেগমের লাশ উদ্ধার করেছি। সে পেটব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।