প্রধান মেনু

পুলিশ পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত ওসির স্ত্রীর স্বর্ণালংকার ছিনতাই। 

মোঃমাহফুজুর রহমান বিপ্লব ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে পুলিশ পরিচয় দিয়ে ফরিদপুর কোতায়ালী থানার অবসরপ্রাপ্ত ওসি মোঃমতিয়ার রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৮০) এর স্বর্নলংকার ছিনতাই  হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে যেয়ে জানা যায়, ফরিদপুর সদর আলীপুর ইসলামী কমিউনিটি হাসপাতালের পিছনে ৪১০/১ রেফাত মঞ্জিল অবসরপ্রাপ্ত ওসি মোঃমতিয়ার রহমনের বাড়িতে বিকাল ৫টার সময় এই ঘটনা ঘটে।
 এই সময় ছিনতাই কবলিত রাবেয়া বেগম সাংবাদিকদের বলেন, ৩,৪ জন ব্যাক্তি পুলিশ পরিচয়  দিয়ে আমাকে বলে আপনাদের বাড়িতে  বোমা রাখা হয়েছে বলে খবর পেয়ে আমরা এসেছি, আপনি বাড়ি থেকে বেড়িয়ে আসেন। পরে আমাকে বলে আপনার বাড়ি মহিলা পুলিশ তল্লাশি করছে আপনি আমাদের সাথে আসুন। আমি বললাম কোথায় যাবো তারা বলেন আমাদের স্যার সবার নাম লেখছে  তার কাছে। এই কথা বলে আমাকে নিয়ে ফরিদপুর মুক্তিযুদ্ধা মার্কেটের সামনে নিয়ে যায়, এবং আমার কাছে কি কি আছে সেটা তাদের জিম্বায় রাখতে বলে, আমি দিতে অশিকার করলে তারা জোর করে আমাকে দিতে বাধ্য করেন। পরে আমি বাসায় এসে দেখি কোন মহিলা পুলিশ আমাদের বাড়িতে নেই,আমি তখন ঘুমিয়ে থাকা  আমার নাতি পারভেজ কে ডেকে সব খুলে বলি।
এ ঘটনার বিষয়ে পারভেজ বলেন, আমি ঘুমিয়ে ছিলাম পরে দাদির মুখে সব শুনে আমি এলাকায় খোঁজাখোজি করি এবং এলাকার লোক জনের কাছে ঘটনাটা জানার চেষ্টা করি, পরে আমি এই ঘটনা থানায় জানালে কোতায়ালী থানার এসআই মোঃফারুক এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি ক্যামেরা পরীক্ষা করে ছিনতাই কারিদের সনাক্ত করার চেষ্টা করেন।