পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক
মোঃ বিল্লাল হোসেনঃ বাংলাদেশ পুলিশ “জনগনের বন্ধু জনগণের সেবক” এই হোক স্লোগান ।এই বিষয়কে প্রাধান্য দিয়ে থানাগুলোর এলাকাকে বিটের মাধ্যমে ভাগ করে উঠান বৈঠক পরিচালনা করছে।তারই কার্যক্রম হিসেবে দারূস সালাম থানাধীন আহমেদ নগর এলাকাবাসীকে নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনার বিষয় ছিল সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ আরও অন্যান্য সমস্যা চিহ্নিত করন, অপরাধের তথ্য সরবরাহ, সমাধানে করনীয়।এ সময় এলাকার একজন বায়োজ্যোষ্ট মোঃ আবু তাহের বলেন আমার সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে জায়গা ক্রয় করে বাড়ী করি।কিন্তু স্থানীয়দের দাপটে এবং অত্যাচারে আমরা অসহায়।আরও অনেক বাসিন্দা পুলিশকে কাছে পেয়ে তাদের সমস্যা, অসহায়ত্ব প্রকাশ করেন।
থানার তদন্ত অপারেশন মোঃজামাল উদ্দিন ধৈর্য্য ও মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে আশ্বস্ত প্রকাশ করেন।তিনি আরও বলেন একমাত্র বাংলাদেশ পুলিশ এমন একটি সংস্থা যারা জনগণের সেবক হয়ে আপনাদের এলাকায় আসছে।সন্ত্রাস, মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।এই সরকার জনকল্যান, জনবান্ধব সরকার।জনগনকে উন্নয়নের সহযোগি সহযোদ্ধা হিসেবে একটি উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করতে চায়।
« স্বাধীনতাবিরোধী অপশক্তির বিনাশ প্রয়োজন -তথ্যমন্ত্রী (পূর্বের খবর)