প্রধান মেনু

পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ সহ মাদকের ২ আসামী পালাতক

চুয়াডাঙ্গা থেকে সেলিম রেজা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাপ সহ ২ মাদকের আসামী পালিয়েছে।জানা গেছে গতকাল শক্রবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক অভিযানে নেমে বাঘাডাঙ্গা নতুন পাড়ার বারেকের আমবাগানে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় বাঘাডাঙ্গার নতুন পাড়ার বারেক পিতা: ঈমান আলী,কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ার প্রদীপ পিতা: নদে ভূমিহীন পাড়ার রোকন পিতা : আজাদকে আটক করে রোকন ও প্রদীপকে একটি হ্যান্ডকাপ পড়িয়ে আটক করে।হ্যান্ডকাপ সহ প্রদীপ ও রোকন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।একটি হ্যান্ডকাপে দুজন আসামী পুলিশের সামনে পালিয়ে যাওয়াকে পুলিশের দায়িত্বে অবহেলা ও বিশাল গাফিলতি বলে মনে করেন সচেতন মহল। সচেতন মহল মনে করেন একজন এ এস আই ও সঙ্গীয় ফোর্সের সামনে একটি হ্যান্ডকাপে আটকানো দুজন আসামী পালানো সহজ ব্যাপার না।পুলিশের অবশ্যই গাফিলতি রয়েছে।ঘটনা ঘটার সাথেই দুজনকে ধরতে সাড়াশি অভিযানে নামে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ী। খবর পেয়ে ক্যাম্প পরিদর্শনে ছুটে আসেন দামুড়হুদা জীবননগর সার্কেল (এ এসপি)কলিমউল্লাহ , দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান হ্যান্ডকাপ নিয়ে ২ জন আসামী পালিয়ে যাওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।তবে দায়িত্বে পুলিশের অবহেলা বা গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনকে ধরতে চিরুনী অভিযান চলছিল।



« (পূর্বের খবর)