প্রধান মেনু

পিএসজিতে গিয়েই ইউরোপ সেরা হলেন নেইমার

বার্সা ছেড়ে পিএসজিতে যুক্ত হয়ে ইউরোপে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে সবার সেরা নির্বাচিত হয়েছেন সুপাস্টার নেইমার। এবার ইউরোপের বর্ষসেরা ব্রাজিলিয়ান খেলোয়াড়ের পুরস্কার ‘সাম্বা গোল্ড’ জিতেছেন পিএসজি তারকা। বার্সেলোনার পর পিএসজির হয়ে দুর্দান্ত নৈপুণ্য উপহার দেয়ায় গৌরবময় এই এ্যাওয়ার্ড জিতেছেন নেইমার। বিবিসির আফ্রিকার বর্ষসেরা হওয়ার পর এবার আরবের সেরা খেলোয়াড় হয়েছেন মিসরের মোহাম্মদ সালাহ। আফ্রিকান বর্ষসেরা ফুটবলারও হতে চলেছেন লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড।

এই নিয়ে তৃতীয়বারের মতো সাম্বা গোল্ড পুরস্কার জিতেছেন নেইমার। এর আগে ২০১৪ ও ২০১৫ সালেও পুরস্কারটি জেতেন তিনি। প্রতি মৌসুমে ব্রাজিলিয়ান ফুটবল ওয়েবসাইট কর্তৃক এ পুরস্কার প্রদান করা হয়। ২০১৭ সালে ফিলিপ কুটিনহোকে পেছনে ফেলে সেরার এ্যাওয়ার্ড জেতেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। নেইমার সর্বোচ্চ ২৭.৭১ শতাংশ ভোট পেয়ে সাম্বা গোল্ড পুরস্কার জয় করেন। শীর্ষ তিনে থাকা কুটিনহো ১৬.৬৪ এবং রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো ১৪.৪৩ শতাংশ ভোট পান। এর মধ্য দিয়ে সর্বোচ্চ তিনবার সাম্বা গোল্ড জেতা থিয়াগো সিলভাকে স্পর্শ করেন নেইমার। পিএসজির হয়ে এখন পর্যন্ত ফরাসী লীগে ১৪ ম্যাচে ১১টি গোল করার পাশাপাশি ৯টি গোলে এ্যাসিস্ট করেন নেইমার।