পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার ব্যবসা কেন্দ্রে পরিণত হবে — রাশেদ খান মেনন
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের এক দশমাংশ আয়তনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাকসব্জী, ফলমূল ও ওষুধের কাঁচামাল যোগানদাতা। সমতলের পাশাপাশি এ এলাকার উৎপাদিত দ্রব্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানির সুবর্ণ সুযোগ উন্মোচিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে এ এলাকাকে ব্যবসা কেন্দ্রে (বিজনেস হাব) পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও International Centre for Integrated Mountain Development (ICIMOD) আয়োজিত ‘Destination Management Plan’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান Kyaw Shwe Hla, অর্থনীতিবিদ আবুল বারকাত প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, পাহাড়, নদী, লেক ও ঝর্ণা বেষ্টিত পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর অন্যতম পর্যটন আকর্ষণীয় স্থান। এ অঞ্চলকে বিশ্বমানের ট্যুরিস্ট জোন হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
কর্মশালায় বান্দরবানের রুমা উপজেলার আদিবাসীদের জীবনবৈচিত্রকে সমুন্নত ও পর্যটন শিল্পের উন্নয়নে পরিচালিত ‘হিমালয়া’ পাইলট প্রজেক্টের উদ্বোধন করা হয়।