পার্বতীপুরে পালিত হলো বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭
সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী, শিশু সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় একটি বর্নাঢ্য র্যালী জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে র্যালী শেষে জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে শিশু সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ শিক্ষক, শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
(আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর, দিনাজপুর)